Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্প

৯।আপত্তি

শুনানী

আপীল

শুনানী

ডিপি চলাকালে গৃহীত আপত্তি মামলাসমূহ সংশ্লিষ্ট পগণকে নোটিশ মারফত জ্ঞাত করে নির্দিষ্ট তারিখ ,সময় ও স্থানে শুনানী গ্রহন করে নিস্পত্তি করা হয়।পক্ষগণ নিজে অথবা প্রয়োজনে মনোনীত প্রতিনিধির মাধ্যমে নিজ নিজ দাবী আপত্তি অফিসার  ’’নিকট উপস্থাপন করতে পারেন।আপত্তি অফিসারের  পক্ষগণকে শুনানী দিয়ে রায় কেস নথিতে লিপিবদ্ধ করে তাঁর সিদ্ধান্তজানাবেন  এবং খতিয়ান বা রেকর্ডে প্রয়োজনীয় সংশোধন আনবেন।

সংশ্লিষ্ট আপত্তি 

অফিসার /সহকারী

সেটেলমেন্ট অফিসার

,উপজেলা সেটেলমেন্ট অফিস।

 

 

আপত্তি রায়ে সংক্ষুদ্ধ পক্ষ ৩১ বিধিতে আপীল দায়ের করতে পারেন। নির্ধারিত কোর্ট ফি এবং কার্টিজ পেপারসহ সেটেলমেন্ট অফিসার বরাবর আবেদন দাখিল মাধ্যমে সংশ্লিষ্ট আপত্তি মামলার রায়ের নকল গ্রহন করতে হবে । নির্দিষ্ট ফরম পূরনের মাধ্যমে রায়ের ঐ নকলসহ আপীল দায়ের করতে হবে।সংশ্লিষ্ট পক্ষগণকে নোটিশ মারফত জ্ঞাত করে নির্দিষ্ট তারিখ সময় ও স্থানে শুনানী গ্রহন করে আপীল নিস্পত্তি করা হয়।

 

 

 

 

 

 

 

 

সহকারী সেটেলমেন্ট অফিসার /চার্জ

অফিসার/ জোনাল সেটেলমেন্ট অফিসার

১০।

বিষয়

              কোট ফি

 

(ক)আবেদনপত্র

১০.০০

(খ)নকল( শব্দ)

*১  হতে৩৬০

*৩৬১  হতে ৭২০

*৭২১  হতে ১০৮১

*১০৮২ হতে ১৪৪০

*১৪৪১ হতে ১৮০০

*১৮০১ হতে ২১৬০

*২১৬১ হতে ২৫২০

*২৫২১ হতে ২৮৮০

 

২.৫০  টাকা

 

৫.০০  টাকা

৭.৫০  টাকা

১০.০০ টাকা

১২.৫০ টাকা

১৫.০০ টাকা

১৭.৫০ টাকা

২০.০০ টাকা

১১।চুরান্ত

প্রকাশনা

আপত্তি রায় প্রদানের তারিখ থেকে (আপত্তির নকলসরবরহের

সময় বাদ দিয়ে ) ৩০ দিনের মধ্যে আপীল দায়ের না করলে তামাদির কারণে আপীল অগ্রহণযোগ্য হবে । আপীল স্তরের পরে প্রণীত রেকর্ড বিষয়ের কেবল মাত্র তঞ্চকতা ও করণিক ভূলের  অভিযোগ সেটেলমেন্ট অফিসারের নিকট প্রতিকার চাওয়া যায়।

সহকারী সেটেলমেন্ট অফিসার/চার্জ

অফিসার /জোনাল

মেটেলমেন্ট অফিসার।

 

 

উপরোক্ত স্তর সমূহের কাজ সমাপ্তির পর আনুসঙ্গিক কার্যাদি সম্পন্ন করে পর্চা ও নকসা মুদ্রণ করা হয়। মূদ্রিত নকসা ও পর্চা

নোটিশ /পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে চূড়াম্প্রকাশনা দেওয়া হয়। চূড়ান্ত প্রকাশনার জন্য সংশ্লিষ্ট উপজেলায় একটি ক্যাম্প স্থাপন করা হয়। চূড়ান্ত প্রকাশনার সময়কাল ৩০ কর্ম দিবস । এ স্তরে ভূমি মালিকগণ মূদ্রিত নকসা ও পর্চা সরকার কতৃক র্নিধারিত মূল্যে ক্রয় করতে পারেন।

 

 

 

 

 

উপজেলা সেটেলমেন্ট অফিস।